আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ফের শীর্ষে কোহলি

এজবাস্টন টেস্টের পর ইংল্যান্ড সফরে নটিংহাম টেস্টেও দুই ইনিংস মিলে সেঞ্চুরিসহ ২০০ রান সংগ্রহ করেছে বিরাট কোহলি। ইংল্যান্ডের মাঠে অসাধারণ পারফরম্যান্স করে ফের আইসিসি টেস্ট ব্যাসটম্যানের র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি।

নটিংহাম টেস্টে প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হয়ে যান কোহলি। দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন ফেরেন ভারতীয় অধিনায়ক। তার পারফরম্যান্সে ভর করে এজবাস্টন এবং লর্ডস টেস্টে পরাজিত হওয়া ভারত নটিংহামে ২০৩ রানে জয়লাভ করে।

ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১৪৯ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে হটিয়ে শীর্ষে উঠে ছিলেন কোহলি। কিন্তু লর্ডস টেস্টে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন। যে কারণে না খেলেই শীর্ষে উঠে ছিলেন বল টেম্পিারিং ঘটনায় নির্বাসিত স্টিভ স্মিথ।

তবে নটিংহাম টেস্টে ফের দুই ইনিংসে ২০০ রান সংগ্রহ করে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে কোহলি। তার পয়েন্ট এখন ৯৩৭। রেটিং পয়েন্টের বিচারে সেরার তালিকায় একাদশ স্থানে আছেন কোহলি। কোহিলর আগে আছেন স্যার ডন ব্র্যাডম্যান (৯৬১), স্টিভ স্মিথ (৯৪৭), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস (৯৪২), রিকি পন্টিং (৯৪২)।