যে ছবিতে বিতর্কের জন্ম দিলেন ধাওয়ান-বিজয়

ট্রেন্টব্রিজে ভারতের দুর্দান্ত জয়ের দিনে অনভিপ্রেত বিতর্কে জড়িয়ে পড়লেন দলের দুই তারকা শিখর ধাওয়ান ও মুরলি বিজয়।

কী করেছিলেন ধাওয়ান বিজয়? নিজের টুইটারে ধাওয়ান একটা ছোট ছবি পোস্ট করেছিলেন ভারতীয় দলের জার্সিতে। হাতে ধরা বিয়ারের বোতল। সঙ্গী ছিলেন মুরলি বিজয়। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বন্ধুর সঙ্গে দারুণ জয় উপভোগ করছি।’

এতেই শুরু বিতর্কের ঢেউ। ড্রেসিংরুমে বিয়ারের বোতল হাতে সেলফির দৃশ্য মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সোশ্যাল মিডিয়াতেই একের পর এক ক্ষোভ আছড়ে পড়তে থাকে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।

বিয়ারের বোতল হাতে ক্রিকেট জয় উদযাপনের দৃশ্য মোটেই নতুন নয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররা সেলিব্রেশন করার মাধ্যম হিসেবে বেছে নেন শ্যাম্পেন অথবা বিয়ারকেই। কিন্তু রক্ষণশীল ভারতীয় সমর্থকরা জাতীয় দলের জার্সিতে দুই ক্রিকেটারের এমন দৃশ্য মেনে নিতে পারেননি।

ঘটনাচক্রে, দুই ক্রিকেটারই নিজেদের পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছেন। তৃতীয় ও চতুর্থ টেস্ট থেকে আগেই বাদ দেওয়া হয়েছে মুরলি বিজয়কে।