সালাহর গোলে লিভারপুলের হ্যাটট্রিক জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে লিভারপুল। মৌসুম শুরু তিন ম্যাচেই জয়ের হ্যাটট্রিক করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার মোহাম্মদ সালাহর একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এর আগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছিল ক্লপের শিষ্যরা।

গতকাল ম্যাচের ২৩তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন মিশরীয় তারকা সালাহ। ব্রাজিল তারকা রবের্তো ফিরমিনোর পাস পেয়ে বাঁ পায়ের শটে বল প্রতিপক্ষের জালে পাঠান এই তারকা।

টানা ম্যাচে জয়ে ৯ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।