টি-টোয়েন্টিতে ৪-৩-১-২ বোলিং ফিগার অনেকটা অবিশ্বাস্য। কিন্তু এই অবিশ্বাস্য কাজটাই করে দেখালেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শনিবার এমন বোলিং করে বিশ্বরেকর্ড গড়লেন ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এ পেসার।
আসরের ১৬তম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের সেন্ট কিটসের বিপক্ষে নিজের করা ৪ ওভারে মাত্র ১টি রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ইরফান। অর্থাৎ ২৪ বলে করে ২৩টি ডট দিয়েছেন তিনি।
আর এই বোলিং ফিগারের মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রান খরচের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানি এই পেসার।
টি-টোয়েন্টিতে এতদিন ৪ ওভারে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ড ছিল যৌথভাবে দুজনের দখলে। তারা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস আর শ্রীলঙ্কার শানাকা ওয়েলেগেদারা। তারা দুজনই ৪ ওভারে বোলিংয়ে ২ রান দিয়ে এই তালিকায় সবার উপরে ছিলেন। এবার তাদের ছাড়িয়ে সবার সেরার জায়গাটা দখল করেছেন ইরফান।
এছাড়া ৩৬ বছর বয়সী ইরফানের আগে টি-টোয়েন্টিতে তিন মেডেন ওভার করার কৃতিত্ব গড়ার রেকর্ডটি আছে মানপ্রিত গনি, সামিউল্লাহ খান, শিবা কুমার ও ক্রিস মরিস।