পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে মানিকগঞ্জের চরশিবলয় এলাকায় যমুনা নদীতে প্রায় শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এতে প্রাথমিকভাবে ৩ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবলয় থানা পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় বিস্তারিত এখনও জানা যায়নি।
শিবলয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।