সাভারে কলেজ ছাত্র মারুফ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের হাতে সাভারে কলেজ ছাত্র মারুফ খান হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডায় এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় অংশ গ্রহনকারীরা জানান, ইভটিজিং করার প্রতিবাদে বখাটে হাতে খুন হওয়া মারুফের হত্যাকারী এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এমন অপরাধ করার সাহস কেউ না পায়।

এছাড়া সব অপরাধীদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবী তুলেন, না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন অংশগ্রহনকারীরা।

উল্লেখ্য, গত ২১ আগষ্ট সন্ধ্যায় সাভারের গেন্ডায় তরুনীকে ইভটিজিং করার প্রতিবাদে স্থানীয় বখাটে-মঞ্জু, শ্যামল, পালাবন, মুবিন, শামীম,রইস, আসাদুল, মুক্তাদিন, ইমরানসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপয়ে জখম করে রাজধানীর কর্মাস কলেজের ছাত্র মারুফ খানকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী ঐ রাতেই হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও বাকীরা পালাতক রয়েছে।