এক সড়ক দুর্ঘটনার জেরে মন্ত্রিত্ব হারালেন ৩ মন্ত্রী

বুলগেরিয়ার রাজধানীর নিকটবর্তী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়।

ওই ঘটনায় দেশটির পরিবহনমন্ত্রী ইবাইলো মসকোভস্কি, স্বরাষ্ট্রমন্ত্রী ভেলেনটিন রেদভ এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রী নিকোলয় নানকভকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বারিসভ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

বয়কো বারিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রীকে রাজনীতিবিদ হিসেবে দায় নিতে হবে। প্রধানমন্ত্রীর কথামতো দুর্ঘটনার নৈতিক দায় গ্রহণ করেছেন পরিবহনমন্ত্রী ইবাইলো।

তিনি বলেন, এ ঘটনার সব রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা সরে যাচ্ছি। আমাদের অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।