দুই মেয়রের শপথ আজ

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র শপথ গ্রহণ করবেন আজ। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন শপথ পড়বেন দুই সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। তাদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী এবং সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন লিটন।

অন্যদিকে গত ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দুটির ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সেদিন ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পান। কিন্তু ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র দু’টির ভোটের চেয়ে ১৬১ ভোটে পিছিয়ে ছিলেন আরিফ।

গত ১১ আগস্ট স্থগিত দু’টি কেন্দ্রের পুনরায় নির্বাচন শেষে আরিফুল ৬ হাজার ১৯৬ ভোটে কামরানকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে ৯২ হাজার ৫৯৮ ভোট পান আরিফুল। আর কামরান পান ৮৬ হাজার ৩৯৭ ভোট।

২০১৩ সালের ২১ জুলাই গণভবনে শেখ হাসিনার কাছে শপথ নিয়েছিলেন আরিফুল হক চৌধুরী।