৬ এতিম শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ দিল শিক্ষা বন্ধু শহিদুল

শিক্ষা বন্ধু শহিদুল ইসলামের হাত থেকে এবার যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন অসহায় এতিম মেধাবী শিক্ষার্থী পেলো এক বছরের শিক্ষা উপকরণ।

বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে বিদ্যালয়ের সভাপতি জাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও সকল শিক্ষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহিদুলের মত আলোকিত মানুষরাই পারে এ সমাজটাবে বদলে দিতে। ঘরে ঘরে শিক্ষার আলো জালাতে।
তরা বলেন, শহিদুলের মত মানুষরা থাকলে এ সমাজে আর কেউ টাকার অভাবে লেখাপড়া থেকে ঝরে পড়তো না।

উল্লেখ্য, শহিদুল বিগত ১০ বছর ধরে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এতিম অসহায় শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। বর্তমানে তিনি শিক্ষার্থীদের কল্যানে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনও করছেন। আর তার এই কাজের সমগ্র অর্তের যোগান দেন তার একটি রিক্সা। সারাদিন রোদে পুড়ে রিক্সা চালিয়ে তিনি এই মহত কাজি করে চলেছেন।