যশোরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের জেল

যশোরে যৌতুক মামলায় স্বামীর দু’বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মী এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মশিয়ার রহমান অভয়নগর উপজেলার ভুগিল হাট গ্রামের হাফেজ শেখের ছেলে।

২০১৫সালের ১৯ মে স্ত্রী পলি খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে সে যৌতুকের দাবীতে অত্যাচার শুরু করেন। প্রথম সন্তান পপি জন্ম গ্রহনের পর আসামি তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। ২০০১ সালে স্ত্রী মামলা করেন। মামলার রায়ের আগে বিষয়টি মিমাংশা করে নেন স্বামী। পরে তাদের ঘরে আরো তিনটি কন্যা সন্তান জন্ম নেয়। পরে মশিয়ার আবারো ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে অত্যাচার করতে থাকে একপর্যায় ২০১৫ সালে স্ত্রী ও চার সন্তান সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে স্ত্রী আদালতে মামলা করেন।