বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নামে মামলা দায়ের ও বাসায় পুলিশি তল্লাশির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে শহরে নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল মনিহার অভিমুখে অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ঢাকার শান্তিনগরের বাসায় তল্লাশি চালায় পুলিশ।