নায়িকা হতে চলচ্চিত্রে আসিনি : জয়া

মিঠু রায় পরিচালিত নতুন ছবি ‘জীবন এক যুদ্ধে’ অভিনয় শুরু করেছেন জয়া চৌধুরী। তাঁর বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক বীরজান। ‘জীবন এক যুদ্ধ’ ছাড়াও ‘বাঘিনী’ নামে আরো একটি ছবিতে কাজ করছেন জয়া। নিজের কাজ নিয়ে সম্প্রতি তিনি কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে।

জয়া বলেন, “একেবারেই জীবনের গল্প হচ্ছে ‘জীবন এক যুদ্ধ’। গত রোববার থেকে আমরা ছবির শুটিং করছি। টানা শুটিং চলেছে গতকাল পর্যন্ত। মূলত ছবির গল্পটাই আমাকে আকৃষ্ট করেছে। আমি নায়িকা হতে চলচ্চিত্রে আসিনি, এসেছি অভিনয়শিল্পী হতে। আমি তারকা হতে চাই না, চাই এমন কাজ করতে, যে কাজ আমাকে পরিচিত করবে।”

‘জীবন এক যুদ্ধ’ ছবির গল্প নিয়ে জয়া বলেন, ‘আমি এই ছবিতে বস্তির একটি মেয়ের চরিত্রে কাজ করছি। এই ছবিতে দেখা যাবে, আমি আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে নিয়ে বস্তিতে থাকি। জীবন চালানোর জন্য আমি বিভিন্ন দোকানে পানি দিয়ে বেড়াই। কিন্তু একটা সময় আমার বাবা অসুস্থ হন। আমি আর সংসার চালাতে পারি না। একটা সময় আমাকে খারাপ পথ বেছে নিতে হয়। এখান থেকেই ছবির গল্প শুরু হয়।’

জয়া অভিনীত ‘ফুলবানু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।