যশোর শেখ হাসিনা সফটওয়ার পার্কের সামনে শাপলা মিলের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৮) নামে এক যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফুটবল খেলতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হবার পর দুর্ঘটনা কবলিত হয়। দু’জনই শহরের আরএন রোড এলাকার অটো কর্নার নামে মোটর পার্টস দোকানের কর্মচারী।
নিহত ইমন বেজপাড়া সাদেক দারোগার মোড়ের একলাস হোসেনের ছেলে। এ ঘটনায় আহত তার বন্ধু একই এলাকার হানিফ শেখের ছেলে আলাউদ্দিন শেখককে (১৯) হাসপাতালে ভর্তি করা হয়।
ইমনের মামা বিপুল শেখ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে দুই বন্ধু ইমনের মোটরসাইকেলে করে সকালে ফুটবল খেলতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে শাপলা মিলের অদূরে তাদের মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ইমনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর আবুল বাশার মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।