‘চারপাশে ময়লা নাই এমন একটা দেশ চাই’ এই স্লোগানকে সামনে রেখে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮’ শীর্ষক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের ভূপতি মঞ্চে সামাজিক সংগঠন পরিবর্তন চাই যশোর শাখা এ সভা আয়োজন করে। সভায় আজকের কার্যক্রম সম্পকে আলোচনা করা হয়।
শনিবার সারাদেশের ন্যায় যশোরেও একযোগে দেশটাকে পরিষ্কার করার কার্যক্রম পরিচালিত হবে। তারই অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত যশোর শহরের যশোরের দড়াটানা থেকে এইচ এম এম রোড, জেল রোড, পুলিশ লাইন রোড, এম এম আলী রোড, মুজিব সড়ক, চৌরাস্তা থেকে রেল রোড, আরএন রোড সহ শহরের লাল দীঘির পাড়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কোর্ট পার্ক, পৌর পার্কসহ শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার কার্যক্রম শুরু হবে।
কার্যক্রমে উপস্থিত থাকবেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ পরিবর্তন চাই সংগঠনের কর্মীবিন্দু।