যশোর সরকারি সিটি কলেজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার আয়োজনে জঙ্গিবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এনএসআই যশোরের যুগ্ম-পরিচালক এমএসকে শাহিন, উপ-পরিচালক নাসির মোঃ গাজী, সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোঃ হাসান ও রাইট’স যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। সেমিনারে কলেজের বিভিন্ন ক্লাসের কয়েক শত শিক্ষার্থী অংশ নেয়।