ত্রিনবাগো নাইট রাইডার্স এর সিপিএল জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজের করে নেয় নাইট রাইডার্স।

বৃষ্টি বিঘ্নিত দিনে টসে জিতে ফিল্ডিং নেন নাইট রাইডার্স অধিনায়ক ডুয়াইন ব্রাভো।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়ারিয়র্স স্কোরবোর্ডে জমা করে ৯ উইকেটে ১৪৭ রান।

লুক রঙ্কি করেন ৪৪ রান যা গায়নার ইনিংস এর সবোর্চ্চ। ক্যারি পিয়েরে ২৯ রান খরচায় ৩ উইকেট ও ব্রাভো ৩০ রানে ২ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমেই হাত খুলে খেলতে থাকেন ত্রিনবাগোর দুই ওপেনার দিনেশ রামদিন আর ব্রেন্ডন ম্যাককালাম।

তাদেরকে থামাতেই শুরু হয় নিউজিল্যান্ডের কলিন মুনরোর হারিকেন। ৩৯ বলে ৬৮ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন তিনি।

তার ঝড়ো ইনিংস এ তিনটি ছক্কা ও ছয়টি বাউন্ডারি ছিল। ত্রিনবাগোর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই কিউই ব্যাটসম্যান।

ইনিংসের দুই ওপেনারের মধ্যে এ রামদিন করেন ২৪ রান এবং ম্যাককালাম করেন ৩৯।