সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎপৃষ্টে জাহাঙ্গীর প্রামানিক ওরফে মন্টু (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন।
নিহত জাহাঙ্গীর প্রামানিক ওরফে মন্টু ওই গ্রামের মৃত বাবু প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর প্রামানিক পানি দিয়ে তার বাড়ির গোয়াল ঘরের মেঝে পরিষ্কার করতে সেচ পাম্প চালু করার জন্য বিদ্যুতের সুইচ অন করতে যায়। এসময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।