ইংল্যান্ড সফরের হতাশা ভুলতে চায় ভারত

বুধবার সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের চলমান আসরে ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে টাইগাররা। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন ভাবনার আছে অনেক কিছুই।

সম্প্রতি ইংল্যান্ডে সফরে গিয়েছিল ভারত। বিশ্বসেরা টেস্ট দল হয়েও চার নম্বর র‍্যাংকিংয়ে থাকা ইংল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরে অনেকটাই বিমর্ষ ধোনিরা। তার ওপর বিশ্রামে বিরাট কোহলি। সব মিলে রোহিত শর্মার কাঁধে পাহাড়সম দায়িত্ব এশিয়া কাপ জয় করে অতীতকে ভুল যাওয়ার। তাই ভক্তদের আলোচনায় নতুন মোড় দিতে অন্য কোনো উপায় নেই রোহিতের।

এমনকি এশিয়া কাপে টানা চার ম্যাচ জয়ের পর তো অনেক স্বস্তিতে আছেন রবি শাস্ত্রী এবং ভারতীয় ক্রিকেট দল। তবে শেষ ম্যাচে ধোনির নেতৃত্বে ২০০তম একদিনের আন্তর্জাতিক খেলায় শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ড্র করায় প্রশ্ন উঠেছে দলের সামর্থ্য নিয়ে।

মনোবলে এগিয়ে থাকলেও বাংলাদেশ পিছিয়ে থাকবে সাকিব-তামিমের অনুপস্থিতির জন্য। ইনজুরি নিয়ে আশঙ্কা শুরু থেকেই ছিল বাংলাদেশের। তবে সেই চোট নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালে এসেছে বাংলাদেশ দল। সাকিব-তামিম না থাকায় বাড়তি সুবিধা তো পাচ্ছেনই রোহিত শর্মার দল। তবে আফগানিস্তানের বিপক্ষে ড্র হওয়ায় পূর্ণ শক্তির দলই নামাবে ভারত।

আগামীকাল শুক্রবার ফাইনালে বোঝা যাবে, কোন দল এশিয়া সেরার শিরোপা ঘরে তুলছে।