‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে যা বললেন জান্নাতুল ফেরদৌস ঐশী

৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়।

বিজয়ী হয়ে উচ্ছ্বসিত ঐশী বলেন, ভীষণ ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা থাকল।

আগামী ৮ ডিসেম্বর চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশকে কীভাবে উপস্থাপন করবেন? এমন প্রশ্নে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী ঐশী বলেন, দেশের সংস্কৃতিকে মনে ধারণ করি। দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। এতদিন আমি নিজের হয়ে লড়ছিলাম। এখন দেশের জন্য লড়ব। এটা অনেক বড় দায়িত্ব আমার জন্য। সবার কাছে দোয়া চাইছি।

আয়োজক অন্তর শোবিজ জানায়, আগামী ৮ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৭ ডিসেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।