উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আ. লীগের জয়ের বিকল্প নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয়ের কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি ক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংশিত ও সমাদৃত।’

মাহবুব-উল-আলম হানিফ বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে পীর ইয়েমেনী মার্কেটের সামনে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গণসংযোগ কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিশ্বনেতারাওশেখ হাসিনাকে উন্নয়নের জন্য অনুসরণীয় হতে পারেন বলে উল্লেখ করেছেন। তার বিচক্ষণতা ও সততার জন্যই দেশের এ অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী নির্ধারিত সময় পর জাতীয় নির্বাচন হবে সেটাই স্বাভাবিক। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু আমাদের দেশে নির্বাচন এলেই ষড়যন্ত্র শুরু হয়।

যারা দেশকে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ান করেছিল, দেশকে জঙ্গিবাদের আখড়ায় পরিণত করেছিল এবং এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত হয়েছে তারাই আবার আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আবার কিছু দলছুট, নীতিহীন ও সুবিধাবাদী নেতা রয়েছেন তারাও নির্বাচন হলে সক্রিয় হয়ে যায়, ষড়যন্ত্র শুরু করে।’

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জয়ী করে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।

সমাবেশ শেষে হানিফের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা আশেপাশের বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং বিএনপি জামায়াতের নাশকতার চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। খবর বাসস।