মুসলমানরা রামের বংশধর

আরেক বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য

মুসলমানরা রামের বংশধর বলে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিংহ।

তিনি বলেছেন, মুঘল সম্রাট বাবর নয়, মুসলমানরা রামের বংশধর। তাই তাদের অযোধ্যায় রামমন্দির নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত।

১ অক্টোবর ভারতের মথুরার নওঝিল এলাকায় একটি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর এএনআই নিউজের।

অনুষ্ঠানে প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিও তোপ দাগেন গিরিরাজ। বলেন, প্রকৃত হিন্দু হলে বিভিন্ন অনুষ্ঠানে গো-মাংস খাওয়া বন্ধ করুন।

আর শুধু নির্বাচনের আগে মন্দির পরিদর্শন বন্ধ করুন। রাহুলের কৈলাসযাত্রার সব ছবিই ভুয়া বলে দাবি করেছিলেন তিনি।

যদিও পরে গিরিরাজের দাবি ভুল প্রমাণিত হয়েছিল। গিরিরাজের বিতর্কিত কর্মকাণ্ড এখানেই শেষ নয়।

এর আগে বিহারের জেলে গিয়ে গো-রক্ষার দাবিতে গণপিটুনিতে অভিযুক্তদের সঙ্গে দেখা করে বিতর্কে জড়িয়েছিলেন গিরিরাজ।

বভাবসিদ্ধভাবে মথুরার সভায় গিরিরাজের ভাষণে শিষ্টাচারের কোনো বালাই ছিল না। মন্দির রাজনীতি ছাড়াও তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।