ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা ১৪০০

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪০০ এ দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

স্থানীয় প্রশাসন দ্বীপটিতে ১৪ দিনের জরুরি অবস্থা জারি করেছে। এর আগে মৃতের সংখ্যা ৮৪৪ জন বলে জানানো হয়েছিল।

শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে সুলাওয়েসি দ্বীপে আঘাত হানে। এরপরেই পালু শহরে ছয় মিটার উঁচু ঢেউ নিয়ে সুনামি আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু লোক প্রাণ হারায়।

পানি ও বিদ্যুৎ সুবিধা বিচ্ছিন্ন শহরটিতে ত্রাণ আসতে শুরু করেছে। খাবারের জন্য লোকজন দোকানপাটে লুটতরাজ শুরু করেছে। এই অবস্থা এড়াতে পুলিশ পাহারা শুরু হয়েছে।

বিবিসির প্রতিবেদক জোনাথন হেড জানান, পালু শহরের একটি দোকান থেকে দুর্গতদের খাবার লুট করার চেষ্টা করলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার সমন্বয় কার্যালয় জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে ৬৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।