ভারতে পাচার হওয়ার ৪ যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৪ যুবতীকে ফেরত দিল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতের বিএসএফ। বুধবার বেলা ৩ টার সময় তাদের বেনাপোল বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলো- অন্তরা (২১), নাসিমা খাতুন (২০) লিমা খাতুন (১৮)ও জেসমিন আরা (১৭)। এরা নড়াইল, ময়মনসিংহ, যশোর ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ৩ বছর আগে এসব নারীদের ভালো কাজের প্রলোভন দেখিযয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে ভারত নিয়ে যায়। পরে দালালরা তাদের ভালা কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে পালিয়ে যায়। এ সময় সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘সংলাপ’ নামে একটি এনজিও সংস্থা তাদর ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে এনজিও সংস্থা এসব নারীদের নাম, ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করে। এবং দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় পর্যায় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা দেশে ফেরত আসে।

বেনাপোল পোর্ট থানার এসআই আবু সাহেল মাসুদ করিম বলেন, কাগজপত্র যাচাই বাছাই করে তাদের একটি এনজি ও সংস্থার কাছে হস্তান্তর করা হয়।