বেনাপোল চেকপোষ্ট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারের সময় সাইফুল নামে একজন স্বর্ণের পাচারকারীকে ১০ লাখ টাকা মূল্যের ২টি (দু’শ গ্রাম) স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে আটক করে।

আটককৃত পাসপোর্টযাত্রী নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রফিকুল ইসলামের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক নিপুন চাকমা বলেন, ভারতগামী পাসপোর্টযাত্রী তার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে ব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্য ১০ লাখ টাকা। আটককৃত সাইফুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ও স্বর্ন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে তিনি জানান।