আশার কথা শোনালেন মুশফিক

mushfik

ধীরে হলেও পাঁজরের ব্যথা কাটিয়ে উঠতে শুরু করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের সবগুলো ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী। এশিয়া কাপের ফাইনালে ভালো শুরুর পরও, অসময়ে নিজের আউট নিয়ে আক্ষেপ আছে তাঁর।

সোমবার দেখা গেল সকাল থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোদে দৌড়াচ্ছেন মুশফিক। একটু করে দম নিয়ে আবারো দৌড়। গায়ে আলাদা ১০ কেজির ভেস্ট। অস্ট্রেলিয়া থেকে আনা এই ভেস্টের বিশেষত্ব হচ্ছে, দ্রুতই ক্যালোরি ক্ষয় করা সম্ভব। বুকের বাঁ দিকের পাঁজরের ব্যথটা এখনো ভোগানো মুশফিকের যা দরকার বেশি।

মুশফিকুর রহিম বলেন, ‘আশা করছি কাল পরশুর মধ্যে ইনশা আল্লাহ ব্যাটিংটা স্টার্ট করতে পারব। সার্জারির কিছু লাগবে না। আশা করছি ভালো ভাবেই সেরে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘যেকোনো ইনজুরি থেকেই ব্যাক করেন না কেন শতভাগ ফ্রেশ হয়ে আপনি নামতে পারবেন না।’

মুশফিক বলেন, ‘যেহেতু কিপিং করি তাহলে ডাইভ দিলে চিন্তা থাকবে, সেটাও পরামর্শ করে দেখব। তবে ব্যাটিংয়ে আমার কোনো সমস্যা হয় না।’

সঙ্গে চলছে জিম। যেখানে ফিট থাকার আপ্রাণ চেষ্টা। আসন্ন সিরিজের আগে সেরা ওঠাই মূল মন্ত্র মুশফিকের।

কথা বললেন এশিয়া কাপ নিয়েও। আরেকবার ফাইনালে গিয়ে ভারতের কাছে হারতে হলো বাংলাদেশকে।

মুশফিকুর রহিম বলেন, ‘ভালো একটা সুযোগ ছিল। পরিকল্পনাও করেছিলাম চ্যাম্পিয়নশিপটা যেন নিয়ে আসতে পারি। কাছে গিয়েও যে হেরে যাব- এটা আমরা কষ্ট পেয়েছি। মিরাজ আর লিটন যে প্ল্যাটফরম দিয়েছিল, আমি ভালো টাচে ছিলাম। আমারই উচিত ছিল টেনে নেওয়া। একটা ফিফটি প্লাস পার্টনারশিপ হলে আমরা ২৬০ পার করে ফেলতাম। কষ্ট তো লাগে তবে এটা একটা ইন্সপারেশন।’

তামিম-সাকিব ছাড়া অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপরই নির্ভর করছে বাংলাদেশের আসন্ন সিরিজগুলোর ভাগ্য।