গ্রেনেড হামলার রায় ঘিরে হুমকি নেই: ডিএমপি প্রধান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে বহুল আলোচিত রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বলেছেন, ‘রায় নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। এটা মহামান্য আদালতের একটি স্বাভাবিক কার্যক্রম। এরপরও কেউ নৈরাজ্য করলে তা কঠোরভাবে নিয়ন্ত্রন করতে প্রস্তুত আছে পুলিশ।’

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামিদের মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু। এই আসামিদের সবার মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। ১৪ বছর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে আগামীকাল বুধবার।

ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনও সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।’

রায়কে ঘিরে নিরাপত্তার কোনও শঙ্কা নেই জানিয়ে নগরবাসীর জান-মালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।