যশোরের অভয়নগরে জাতীয় শ্রমিক লীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নওয়াপাড়া-রাজঘাট আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া – রাজঘাট আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা জেজেআই মিলের সিবিএ সাধারণ সম্পাদক কামরুজ্জামান চুন্নু। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া – রাজঘাট শিল্প অঞ্চালের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ হোসেন, শ্রমিক নেতা নজরুল ইসলাম সরদার, খায়রুজ্জামান, মনোয়ার হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে উল্লাস করে নেতা কর্মীরা।