রাজধানীতে বাসায় গ্যাস লাইনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় একটি তিনতলা ভবনের নীচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আজিজুলের (২৭) মৃত্যু হয়েছে। তার বাবার নাম আমির হোসেন। পাবনার বাসিন্দা।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আজিজুলের শরীরের ৯৯% দগ্ধ হয়েছিল।

এর আগে ভোর চারটার দিকে মেহেদি মাস্টারের তিনতলা ওই ভবনের নীচতলায় রান্নার চুলার গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে আগুন ধরে যায়।

এতে ওই বাসার ভাড়াটিয়া সাগর (১২), ডাবলু (৩৩), আজিজুল (২৭), পূর্ণিমা (৩৫), সুফিয়া (৫০), মোসলেমা (২০), আঞ্জু (২৫) ও শিশু আবদুল্লাহ (৫) দগ্ধ হয়।

এদের মধ্যে আজিজুলের মৃত্যু হয়েছে। পাঁচজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, ডাবলুর ৬৫%, আবদুল্লাহ ১২%, মোসলেমার ৯৮%, পূর্ণিমার ৮০%, সুফিয়ার ৯৯%, সাগরের ৬৬% ও আঞ্জুর ৬% শরীর দগ্ধ হয়েছে।