ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে মির্জাপুরের সুভুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের মেয়ে স্বর্ণা (৮)।
মির্জাপুর ওসি মিজানুল হক জানান, ভোরে ট্রাকে করে ওই তিনজন গাজীপুর থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। ট্রাকটি মির্জাপুরের সুভুল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।