রাবিতে শুধু প্রশ্ন ৫০ হাজার, ভর্তি করিয়ে দিলে দেড় লাখ টাকা!

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। তবে এ পরিক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জালিয়াত ও প্রতারক চক্র। তবে ভর্তিচ্ছুর কাছ থেকে অগ্রিম ২০ হাজার টাকা নিতে এসে তার বুদ্ধির মারপ্যাচে পড়ে ধরা খেলেন প্রতারক চক্রের এক সদস্য।

যদি প্রশ্ন নাও তবে ৫০ হাজার টাকা লাগবে, আর যদি দেড় লাখ টাকা দাও তাহলে সরাসরি ভর্তি করে দিতে পারব। রাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের রিফাত আরা মুন নামের এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার দুপুরে প্রতিশ্রুতির অগ্রিম ২০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ে নিতে এসেছিলেন তিনি। কিন্তু ভর্তিচ্ছু শিক্ষার্থীর বুদ্ধির মারপ্যাচে ধরা খেলেন গোলাম রাব্বানী। রিফাত আরা মুনের বন্ধুরা ধরে গণপিটুনী দিয়ে প্রতারক গোলাম রাব্বানীকে থানায় দিয়েছে। এদিন দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশ থেকে তাকে আটক করেছে পুলিশ।

গোলাম রাব্বানীর বাড়ি রাজশাহীর বাগমারা থানায়। তিনি ২০১৬ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করেন। বর্তমানে তিনি রাজশাহী সিটি কলেজ থেকে বিবিএস ডিগ্রি করছেন।

জানতে চাইলে নগরীরর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এক যুবককে ধরে আনা হয়েছে। সে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে টাকার বিনিময়ে প্রশ্ন দিতে চেয়েছিল।

রিফাত আরা মুন ও গোলাম রাব্বানীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে বাসে তাদের পরিচয় হয়। সেখানে টাকার বিনিময়ে প্রশ্ন দেয়া ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়ার মতো লবিং আছে বলে রিফাত আরা মুনকে জানায় গোলাম রাব্বানী। সেই সূত্র ধরে এক সপ্তাহ আগে রিফাত আরাকে ফোন করেন গোলাম রাব্বানী। তখন গোলাম রাব্বানী রিফাত আরাকে জানায়, ‘যদি তুমি আমাকে ৫০ হাজার টাকা দাও, তাহলে আমি পরীক্ষার রাতে প্রশ্ন দিতে পারব। আর যদি সরাসরি ভর্তি হতে চাও তাহলে দেড় লাখ টাকা লাগবে। তাদের কথোপকথোন অনুযায়ী রিফাত আরা প্রশ্ন নেয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়ে প্রশ্ন নিতে রাজি হন। পরবর্তীতে রিফাত আরা মুন তার বন্ধু শেখ সৌরভকে জানায়।

রিফাত আরার বন্ধু শেখ সৌরভ জানায়, ‘আমি ও রিফাত আরা দুজনেই এবার রাবিতে ভর্তি পরীক্ষা দিব। কিছুদিন আগে রিফাত আরা আমাকে জানায় তাকে রাব্বানী নামের একজন টাকার বিনিময়ে প্রশ্ন দিবে। রিফাত আরার কাছ থেকে রাব্বানীর ফোন নম্বর নিয়ে আমি যোগাযোগ। গত চার তার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সে আজকে (বৃহস্পতিবার) অগ্রিম ২০ হাজার টাকা নিতে এসেছিল। সেই সঙ্গে আমাদের সার্টিফিকেট সঙ্গে নিতে চেয়েছিল। পরীক্ষার আগের রাতে আমাদেরকে নিয়ে গিয়ে তার কাছে রাখতে বলে আমাকে জানিয়েছিল। কিন্তু ঘটনাটি আমি অন্য বন্ধুদের জানালে তারা রাব্বানীকে আটক করে পুলিশের কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী আজ যখন রাব্বানী ক্যাম্পাসে টাকা নিতে এসেছিল তখন তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

নগরীরর মতিহার থানায় গিয়ে গোলাম রাব্বানীর সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি মুঠোফোনে তাদেরকে টাকার বিনিময়ে প্রশ্ন দেয়া ও সরাসরির ভর্তি কথা বলেছিলাম। কিন্তু তাদের সঙ্গে সেটা আমি ফাজলামি করেছিলাম। আজকে তাদেরকে আমি বুঝাতে এসছিলাম যে, এসব ভুয়া। কেউ প্রশ্ন দিতে পারে না, টাকা দিয়ে কেউ ভর্তিও করাতে পারে না। কিন্তু তারা আমাকে ধরে মারধর করে পুলিশে দিল।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন আমি বিষয়টি শুনেছি। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সাথে যদি কেউ জড়িত থাকলে তাদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করতে সাহস না পায়। #