চীন বা রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে যুক্তরাষ্ট্রের?

আগামী বছর চীন বা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে যুদ্ধ হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সেনা সদস্য। সামরিকবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিলিটারি টাইমস’ এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সেনা মনে করে যে, ২০১৯ সালের মধ্যে চীন অথবা রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ হবে। এ নিয়ে মার্কিন সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে যুদ্ধভীতি বাড়ছে।

বুধবার মিলিটারি টাইমস এর প্রকাশিত ওই জরিপের ফলাফলে বলা হয়েছে, শতকরা ৪৬ ভাগ মার্কিন সেনা ধারণা করছে, আগামী বছরের মধ্যেই বড় আকারের যুদ্ধ হবে।

তবে এই ধারণা সেপ্টেম্বর মাস থেকে ব্যাপকভাবে বেড়ে গেছে। এর আগে মাত্র শতকরা পাঁচ ভাগ সেনা যুদ্ধের আশঙ্কা করত।

অবশ্য মার্কিন সেনাদের শতকরা ৫০ ভাগ মনে করে আগামী বছর বড় কোনো যুদ্ধের আশঙ্কা নেই। তবে গত বছরের চেয়ে এমন ধারণা পোষণকারী সেনাসংখ্যা কমেছে।