অভয়নগরে নিষিদ্ধ পোল্ট্রিবিষ্ঠ্যা বিক্রি বন্ধে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারের শতাধিক দোকানদার মাছের খামারে মুরগীর বিষ্ঠ্যা প্রয়োগের প্রতিবাদ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নওয়াপাড়া বাজারে মহাসড়কে মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। এরপর তারা মুরগীর বিষ্ঠ্যা বিক্রি বন্ধে ব্যাবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌরসভা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জানা গেছে, ধোপাদী গ্রামের কয়েকজন অসাধু লোক দির্ঘদিন ধরে মাছের খামারীদেও কাছে নিষিদ্ধ পল্ট্রির বিষ্টা বিক্রি করছে। তারা গভীর রাতে রুপদিয়া এলাকা থেকে ট্রাকে মুরগীর বিষ্ঠ্যা এলাকায় এনে মৎস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এলাকার প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে ব্যাবস্থা সাধারণ মানুষ কথা বলে না। বিষ্ঠ্যা আনার সময় দূর্গন্ধে এলাকার লোকজন রাতে ঘুমাতে পারে না। বাজারে ব্যবসা- বাণিজ্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।কচিকাচা ছেলেমেয়েদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। গত রোববার রাতে ট্রাক থেকে বিষ্ঠ্যা নতুন বাজারসহ আসেপাশে ফেলে রেখে যায়। এতে প্রচন্ড দূর্গন্ধে নতুনবাজারের ব্যবসায়ীরা সেখানে টিকতে না পেরে শতাধিক দোকানঘর বন্ধ রেখেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি মোকছেদুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরদার, কমিটির নেতা আব্দুর রশিদ মোল্যা, ইমদাদুল সরদার, নজরুল ইসলাম, রবিউল শেখ, মনা ফকির, নাসির উদ্দিন বাবু প্রমুখ। এরপর তারা ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।

আব্দুর রশিদ মোল্যা বলেন, ‘এর আগেও আমরা কয়েকবার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিছুদিন বন্ধ থাকার পর আবার বিক্রি শুরু হয়। দুর্গন্ধে এলাকায় টেকা যায় না। বাজারে প্রচুর বিষ্ঠ্যা পড়ায় প্রচন্ড দুর্গন্ধে আমরা আজ দোকান খুলতে পারিনি। ফলে রাজপথে এসেছি।’