প্রেসক্লাব যশোরের সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার বিকালে তাকে যশোর কিংস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের ৩০৫ নং কেবিনে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবিৃতিতে তার সুস্থতা কামনা করেছেন। একইসাথে বিবৃতিতে নেতৃদ্বয় তার রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
অপর এক বিবৃতিতে সাংবাদিক মন্টুর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফকির শওকত ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মহিদুল ইসলাম মন্টুুর আশু রোগ মুক্তি কামনাসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।