বেনাপোলে ইমিগ্রেশনের সীল জালিয়াতির ঘটনায় আটক ১

benapole jessore map

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেমন এর বহির্গমন গেট থেকে পাসপোর্টে জাল সীল দিয়ে ভারত গমনের সময় মোহাম্মাদ পরান (২৭) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে বিহর্গমন পাসপোর্ট চেকিং গেট থেকে কনষ্টবল মুন্সী আযম আটক করে।

আটক পাসপোর্টযাত্রী কুমিল্লা জেলার জঙ্গলপুর গ্রামের আবু হোসাইন ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, পাসপোর্টযাত্রী পরানের পুরাতন পাসপোর্টে বিদেশ গমনে বিধি নিষেধ থাকায় ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে অপলোড (ষ্টপ জার্নি) করা হয়। পরে সে নতুন পাসপোর্ট করে তাতে ভারতের ভিসা লাগিয়ে ইমিগ্রেশনের জাল সীল পাসপোর্টে মেরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বহির্গমন চেকিং গেট থেকে কনষ্টবল মুন্সী আযম আটক করে তাকে নিয়ে আসে। পরে তার পাসপোর্ট যাচাই বাছাই করে এবং বাড়িতে খবর নিয়ে ঠিকানা সঠিক পাওয়া যায়। কিন্তু সে পাসপোর্টে সীল জালিয়াতি করে সেটা ধরা পড়ে।

আটককৃত ব্যাক্তিকে বেনাপোল পোর্ট থানায় ইমিগ্রেমনের সীল জালিয়াতির অপরাধের ঘটনায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।