ফেসবুক প্রোফাইলে যুক্ত করা যাবে গান

ফেসবুক শিগগিরই ব্যবহারকারীর প্রোফাইলে ‘গান’ যুক্ত করার সুবিধা চালু করতে যাচ্ছে। ফেসবুক এখন এই সুবিধা চালুর উদ্যোগ নিলেও প্রায় ১০ বছর আগে মাইস্পেসের প্রোফাইলে গান যুক্তের সুবিধা ছিল।

‘আপনার গান’ (ইয়োর মিউজিক) নামের এই ফিচারে গান যুক্ত করার সুবিধা থাকবে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের একদম ওপরের দিকে গান যুক্ত করতে পারবেন। যিনি আপনার প্রোফাইল দেখবেন তিনি চাইলে আপনার নির্বাচন করা গান শুনতে পারবেন। একই সঙ্গে দেখা যাবে গানের গায়ককেও। মূলত গায়কের পেজের সঙ্গেই যুক্ত থাকবে গান।

গানের বিশাল একটি তালিকা থেকে গান নির্বাচন করার সুবিধা থাকবে, যেমনটা ইনস্টাগ্রাম স্টোরিতে আছে। তবে সবকিছুই নির্ভর করছে এর পরীক্ষামূলক কার্যক্রমের সফলতার ওপর। ফেসবুক কর্তৃপক্ষ এখনও জানায়নি কোন অঞ্চল থেকে এই ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

এছাড়া ফেসবুক ‘মিউজিক্যালি’র মতো ফিচার নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের সেই ফিচারের নাম হবে ‘লিপ সিং লাইভ’। এটাও লিরিকভিত্তিক ফিচার হবে।

সূত্র: গেজেটস নাউ