উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই : এমপি মনির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। কারণ দেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নন্দিত নেতা।

বুধবার দিনব্যাপী যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল, হাকিমপুর ও পাতিবিলা ইউনিয়নে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধীত কাজগুলোর মধ্যে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, তজবিজপুর থেকে যাত্রাপুর পাকা সড়ক নির্মাণ, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে রুস্তমপুর বাজার থেকে পুড়াহুদা ভিলেজ পাকাসড়ক নির্মাণ, প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে বুড়িন্দিয়া থেকে রঘুনাথপুর পাকাসড়ক নির্মাণ উল্লেখ্যযোগ্য।

মনিরুল ইসলাম মনির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। আজকে আমি-আপনি বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচয় দিতে পারছি। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছি।

তিনি আরো বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে এবং অন্ধকার থেকে আলোকিত হতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অমিত বসু, শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তপন কুমার সরকার, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব চুন্নু, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম আহ্বায়ক সোহেল কবির, ইউপি সদস্য হজরত আলী, উপজেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক শামীম রেজা, যুবলীগ নেতা খাইরুল, টিটো খান, শাহেদ পারভেজ, উপজেলা ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাবলু, ফয়সাল হোসেন, লিখন হাসান, এইচএম ফিরোজ প্রমুখ।