যশোরে বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩১ জনের নামে নাশকতাচেষ্টার মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৩১ জনের নামে নাশকতাচেষ্টার মামলা করেছে পুলিশ। গতকাল কোতোয়ালি থানা পুলিশ এই মামলটি করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্যসহ একত্রিত হওয়া অবস্থায় ওই চারজনকে আটক করে পুলিশ। মামলার অন্য আসামিরা পালিয়ে যান।

আটককৃতরা হলেন, শহরের পশ্চিমবারান্দীপাড়া কদমতলার খায়রুল বাসারের ছেলে কবির হোসেন বাবু, স্টেডিয়ামপাড়ার জিল্লুর বাড়ির ভাড়াটিয়া আবু বক্কার সিদ্দিকীর ছেলে সাইফুল ইসলাম বাবু, পুরাতনকসবা মিশনপাড়ার শেখ আব্দুল জব্বারের বাড়ির ভাড়াটিয়া শেখ আকবর আলীর ছেলে জাহ্গাীর হোসেন এবং সদর উপজেলার কচুয়া গ্রামের মোল্যাপাড়ার হারান মোল্যার ছেলে খলিলুর রহমান।

গতকালের মামরায় পলাতক দেখানো হয়েছে, শহরের চাঁচড়া ডালমিল এলাকার আইনুল হকের ছেলে আনছারুল হক রানা, স্টেডিয়ামপাড়ার নাদির হোসেন বিশ্বাসের ছেলে তমাল হোসেন, শংকরপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে জুলফিকার আলী জুলু, চোপদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে বদিউজ্জামান ধনি, বকচর বিহারী কলোনীর নওশের আলীর ছেলে লিটু, আরএন রোডের আতাউল্লাহর ছেলে রাজিদুর রহমান সাগর, বকচর চৌধুরী বাড়ি এলাকার আব্দুর রহমান ড্রাইভারের ছেলে নুরুল আমিন, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে রিপন, শহরের চাঁচড়া ডালমিল এলাকার আরবিকে রোডের হাজী আকবর আলীর ছেলে অ্যাভোকেট হাজী আনিচুর রহমান মুকুল, কিসমত নওয়াপাড়ার মৃত মজিবর রহমান মোল্যা ছেলে আনোয়ার হোসেন লাল্টু, আফসার আলীর ছেলে আজিজুর রহমান, উপশহর ফিলিং স্টেশন এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু আহম্মেদ, সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে আমিনুর রহমান মধু, শেখহাটি দক্ষিণপাড়ার আমিরুল ইসলামের ছেলে ঝন্টু, নমিজার রহমানের ছেলে আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমানের ছেলে শিমুল, শেখহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে কামাল হোসেন, মনোয়ার হোসেনের ছেলে বেনজির বিশ্বাস, মৃত হাসেম আলী মোল্যার ছেলে আবু সাইদ, মৃত আমজাদ হোসেনের ছেলে আলতাপ হোসেন, শহরতলীর ঝুমঝুমপুরের ইমান আলীর ছেলে ওবায়দুর রহমান, তালবাড়িয়া গামের আবুল হোসেনের ছেলে কবির হোসেন, তালবাড়িয়া-চিনাডাঙ্গাপাড়ার মৃত আফসার আলীর ছেলে শামিম হোসেন, বাহাদুপুর গ্রামের মৃত বানু বিশ্বাসের ছেলে রুহুল আমিন, ইছালী কারিকরপাড়ার মৃত আব্দুল মতলেবের ছেলে রাসেল এবং এল মার্কেট এলাকার মৃত মিয়া জান মোড়লের ছেলে শাহাজান মোড়ল।

কোতোয়ালি মডেল থানার এসআই হায়াৎ মাহমুদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে শহরের লালদিঘির পাড়ে জড়ো হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। অন্যরা পালিয়ে যান। তবে আটককৃতদের কাছ থেকে কয়েকটি বোমা ও বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়।