কেশবপুরে বাল্যবিয়ের আয়োজন : কনের পিতাসহ সহযোগিদের কারাদন্ডাদেশ

jessore map

যশোরের কেশবপুরের ইউ এনও মিজানূর রহমান তড়িৎ পদক্ষেপ নিয়ে বাল্য বিয়ে বন্ধ সহ বিয়ের আয়োজন করায় কনের পিতাসহ ৩ সহযোগিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেছেন।

নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলা জাহানপুর গ্রামের মান্দার মোল্যার ছেলে মশিয়ার রহমান তার মেয়ে ভাল্যুকঘর মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রীর (১৪) সাথে দেউলী গ্রামের সিরাজুল ইসলামের সাথে বিবাহ প্রদানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান জাহানপুর গ্রামে উপস্থিত হয়ে বাল্যবিবাহ প্রদানকালে কনের পিতা মশিয়ার রহমান (৩৫), সহযোগি একই গ্রামের হামিদ মোল্যার ছেলে ওজিয়ার মোল্যা (৩৮) ও অপর সহযোগি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের কিয়াম উদ্দীন মোল্যার ছেলে মোমিনুর মোল্যা (৩৫) কে আটক করে নিয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতা মশিয়ার রহমানকে ৬ মাসের জেল, সহযোগি ওজিয়ার মোল্যা ও অপর সহযোগি মোমিনুর মোল্যাকে ৬ মাস করে জেল ও ১০ হাজার টাকা করে আর্থিক দন্ডে দন্ডিত করেন।