কুকুর ঢুকলো সিলেটের মাঠে

নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে সিলেট টেস্টের প্রথম দিন মাঠে ঢুকে এক ১০-১২ বছরের এক কিশরোর। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনও এমন ঘটনার স্বাক্ষী হলো সিলেট আন্তজার্তিক স্টেডিয়াম। খেলা চলাকালীন এবার কুকুর ঢুকে গেল মাঠে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের দশম ওভারে। তখন ব্যাট করতেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। ওভারের তিন নম্বরে বলে হঠাৎ করেই নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে যায় একটি কুকুর। হতভম্ব হয়ে যায় জিম্বাবুয়ের খেলোয়াড়ররাও। পরে খেলার চলাকালীনই মাঠে ঢুকে কুকুরকে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা।

গতকাল সিলেট ভেন্যুর অভিষেক দিনেও জিম্বাবুয়ের ইনিংসের ৪৮তম ওভারে ১০-১২ বছরের একটা ছেলে ঢুকে পড়ে মাঠে। মুশফিককে পেছনের দিক থেকে জড়িয়ে ধরে সে। খুদে এই ভক্তের কাণ্ড দেখে মুশফিক নিজেও অবাক হয়ে যান।

তবে পরমুহূর্তেই খুদে ভক্তের সঙ্গে কোলাকুলি করে তার খুশি আরও বাড়িয়ে তোলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। নিরাপত্তারক্ষীরা ছুটে এসেছিলেন। মুশফিক তাদেরকে অনুরোধ জানান, যেন তার খুদে ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।