রাজনীতি মাঠে মাশরাফির প্রতিদ্বন্দ্বী ১৫ জন

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সর্বদা আলো ছড়িয়েছেন ক্রিকেট মাঠে। এবার আলো ছড়াতে দেখা যাবে রাজনীতির মাঠে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছেন মাশরাফি। বাইশ গজে যেমন ছেড়ে কথা বলে না প্রতিপক্ষ। তেমনই রাজনীতির মাঠেও। খেলার মাঠে প্রতিপক্ষ হিসেবে থাকেন ১১ জন। কিন্তু এবার রাজনীতি মাঠে মাশরাফির প্রতিপক্ষ ১৫ জন। তাও আবার নিজ দলের।

গত রবিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম কিনেন মাশরাফি। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন আরও ১৫ নেতা।

তারা হলেন- নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, এসএম আসিফুর রহমান বাপ্পী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে.কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মো. আমিনুর রহমান হিমু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রাশিদুল বাশার ডলার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নূরুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল ও আওয়ামী লীগ নেতা মো. সুজন রহমান।