ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কবে কখন বাংলাদেশের খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে এই কদিন আগে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ হবে তিন ভেন্যুতে— ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩০ নভেম্বর থেকে বসছে।

এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। দিবা-রাত্রির প্রথম ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর, বেলা ২টায় শুরু হবে। ঠিক দুদিন পর ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডেও একই ভেন্যুতে হবে, ১৪ ডিসেম্বর।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর। এরপর ২০ ডিসেম্বর দ্বিতীয় এবং ২২ ডিসেম্বর তৃতীয় ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলায়।