সাক্ষাৎকার ছাড়াই মনোনয়ন দেবেন এরশাদ

ersad - hm ershad

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ডেকে সাক্ষাৎকার নিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নির্ধারিত স্থান গুলশানের ইমানুয়েল সেন্টার ছেড়ে চলে যান এরশাদ, রওশন এরশাদ ও জিএম কাদেরসহ বাকিরা।

মনোনয়ন প্রত্যাশী ২৮৬৫ জনের ফরম যাচাই-বাছাই করে মঙ্গলবার সাক্ষাৎকার নিতে ৭৮০ জনকে ডাকা হয়েছিল। কিন্তু মাঝপথে এসে সিদ্ধান্ত বদল করেন এরশাদ। তিনি নেতাকর্মীদের তার ওপর ভরসা রাখতে বলেন।

এরশাদ বলেন, ‘দেশ, পার্টি ও নেতাকর্মীদের স্বার্থ বিবেচনা করে ভোট ও জোট গঠনের সিদ্ধান্ত নেবো। এর আগে প্রেসিডিয়াম সভায় আমাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। ২৮৬৫ জন মনোনয়ন প্রত্যাশীর ফরম যাচাই-বাছাই করে ৭৮০ জনকে ডাকা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত নেতা হচ্ছেন এরশাদ। আমাকে প্রায় ৭ বছর কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন কারাগারে আমার মৃত্যু হবে। কিন্তু এখন আপনি কোথায়?’

এরশাদ জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৩০০ আসনে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন এবং তাদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এরশাদ।

ইমানুয়েল থেকে বেরিয়ে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘চেয়ারম্যান স্যার বলেছেন এত প্রার্থীর সাক্ষাৎকার একদিনে নেওয়া সম্ভব হবে না। তিনি নেতাকর্মীদের সম্মতি নিয়ে প্রার্থী চূড়ান্ত করবেন একাই। তিনি যাকে ভালো মনে করেন তাকে মনোনয়ন দেবেন। আমরা সবাই তার প্রতি একমত পোষণ করেছি।’

এর আগে মঙ্গলবার সকাল ১১টার পর গুলশানের ইমানুয়েল সেন্টারে আগ্রহীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার বোর্ডে ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ অনেকে।