একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে থাকবেন তারকা হিরো আলম। যেকোনো মূল্যে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এ ক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে লড়াই চালাতে পেছনে তাকাবেন না বলে জানিয়েছেন ইউটিউব তারকা হিরো আলম।
আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
হিরো আলম জানান, জাতীয় পার্টি থেকে তিনি যদি মনোনয়ন নাও পায়, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন।
বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
হিরো আলম বলেন, জাতীয় পার্টির মনোনয়নপত্র কে পাবে তা প্রায় ঠিক হয়ে গেছে। আমাকে দেয়া হবে কিনা তা এখনো জানতে পারিনি। আমার ধারণা পাবো।
তিনি বলেন, যেহেতু আমাদের পার্টি মহাজোটে আছে। মহাজোট নির্ধারণ করছে কোন আসনে কে মনোনয়ন পাবে।
হিরো আলমের বিশ্বাস তিনি মনোনয়ন পাবেন। সেজন্য এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নেন নি। তবে নির্বাচনী মাঠে থাকার চিন্তা তার আছে। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও।
কেমন আছেন, কেমন চলছে নির্বাচনী প্রচারণা – এসব প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ভালো কি করে থাকি। সাংবাদিকরা উল্টোপাল্টা নিউজ করে চলছে।
কেমন উল্টাপাল্টা? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নাকি বউ, ছেলের খবর নেই না। সংসারের খবর নেই না। নিজে নিজে ভিডিও করে বেড়াই। এলাকার লোক আমার পক্ষে নেই, আমার নামে কেলেঙ্কারি।’
‘এমন অনেক কিছু নিয়ে নিউজ করেছে। আমার বাসার নম্বর অনেককে দিয়েছি, বলেছি ফোন করতে। এর আগে ভোট করেছিলাম। আমার কিছু বিরোধী লোক আছে। জাতীয় নির্বাচনে যে আসন থেকে মনোনয়নপত্র তুলেছি, ওই আসনের সাংবাদিকরা এসব লিখেছে,’ এমন অভিযোগ আলোচিত এই ইউটিউব তারকার।
এরপর হিরো আলম আরো বলেন, ‘ওই সকল সাংবাদিকদের আমি বলেছি। ভাই আপনারা আমাকে এতো দূর আসতে সাহায্য করেছেন। মিডিয়ার কারণে আজ আমি এই জায়গায়। আপনারা আমাকে এতো উপরে তুলে, পা ধরে আবার নামালে, তাহলে কেন উঠালেন।’
অপপ্রচার বন্ধে সাংবাদিকরা আমার বাসায় গেছিলো মা বাবার সাথে কথা বলছে বলে জানান তিনি। সেই সাথে তার স্ত্রী সাহিবা আক্তার সুমীর মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।
হিরো আলমের নামে সম্প্রতি যে কথা প্রচার হচ্ছে এ বিষয়ে জিজ্ঞেস করতে তার স্ত্রী সুমি বলেন, ‘কিছু ভুয়া সাংবাদিক এ ধরনের বাজে বাজে কথা লিখেছে। আসলে পুরাটাই মিথ্যে’।
‘সবাই চায় না তিনি (হিরো আলম) এতো উপরে উঠুক। তাই এ ধরনের প্রচারণা চালাচ্ছে। সংসদ নির্বাচন করবে শুনে এমন প্রচার করেছে’ যোগ করেন তিনি।
এলাকার দু’বার নির্বাচনে ১৬ ভোটের ব্যবধানে পাশ করতে পারেন নাই। ছয়জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছিলেন হিরো আলম – এমনটা জানান তার স্ত্রী।
এ সব কিছু বিবেচনায় নিয়ে সংসদ নির্বাচনে হিরো আলমের জনপ্রিয়তা আছে বলে মনে করছেন সুমী।
সংসদ সদস্য হবার লড়াইয়ে স্বামীর পাশে থাকবেন স্ত্রী সুমী।
হিরো আলমের তিন সন্তান। আলমের মা, বাবার সাথে স্ত্রী ও সন্তানরা এক ঘরে থাকেন।
হিরো আলমের বড় মেয়ে আলোমনি, মেজো মেয়ের নাম আসমানী ও ছেলে আবির হোসেন।
বড় মেয়ে ক্লাস টুতে পড়ে; এরপরের মেয়ে ক্লাস ওয়ানে। আর ছেলের বয়স চার বছর, সে এখনো স্কুলে যায় না।খবর পরিবর্তন ডটকম।