চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্যালো উঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধুর চাপায় শিশু ছাইদার (৩) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া বাজারে এদুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই সন্ধায় (বাদ মাগরিব) গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে গ্রাম সূত্রে জানাগেছে।
নিহত শিশু ছাইদার দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ইব্রাহিম আলির ছেলে। এঘটনায় অভিযুক্ত আলমসাধু চালক একই উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের ছেলে রকিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি সেলিম মিয়া জানান, শনিবার দুপুরে ছাইদারসহ কয়েক শিশু সড়াবাড়িয়া বাজারের পাশে খেলা করছিল। এক পর্যায়ে ছাইদার রাস্তার উপর উঠলে দ্রুত গতির একটি আলমসাধু তাকে চাপা দেয়।
ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা আলমসাধু চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশু ছাইদারের মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে শোক নেমে এসেছে।