খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

khaleda zia

দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চত হয়ে পড়েছে। ফলে তার আসনগুলোতে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছিল।

সোমবার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হলেও মঙ্গলবার এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে মিন্টুকে ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল। মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে।

এছাড়া খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।