কিছুক্ষণের মধ্যে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

mirza fokrul

কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ রাত ৮টার পর আংশিক তালিকা ঘোষণা করা হবে।

তবে রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। আগামীকাল শুক্রবার যেকোনও সময় ঘোষণা করা হতে পারে।’

অন্যদিকে শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারি হামিম বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।