সুবর্ণচরে গণধর্ষণ ঘটনায় দ্রুত বিচার দাবি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার

rap

নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা ও নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল।

বিবৃতিতে বলা হয়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে এলাকার আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সাথে ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি হলে ওই গৃহবধূ নানা হুমকির সম্মূখীন হোন। পরবর্তীতে রাত ১২টার দিকে এলাকার চিহ্নিত প্রায় ১০-১২ সন্ত্রাসী ওই গৃহবধূর বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে স্বামী ও স্কুল পড়ূয়া মেয়েকে বেঁধে রেখে তাকে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করে গুরুতর আহত করে।
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহবান জানায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।