রেলকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে: রেলমন্ত্রী

nurul islam sujon
ফাইল ছবি

রেলপথকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন নতুন রেলপথমন্ত্রী মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেই অনুযায়ী রেলকেও দুর্নীতিমুক্ত করা হবে।

মঙ্গলবার দুপুরে রেলভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন রেলপথ মন্ত্রী।

রেলপথ মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রেলওয়ের চলমান প্রকল্পগুলোকে নির্ধারিত সময়ে শেষ করার ব্যাপারে কাজ করবেন তিনি। এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে আলাদা উদ্যোগ গ্রহণ করা হবে।

মো. নূরুল ইসলাম সুজন বলেন, রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। বিভিন্ন দেশের সঙ্গে কানেকটিভিটি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রমুখ।।