১২ উপজেলা পরিষদে ভোট হচ্ছে না

এবার দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিভিন্ন জটিলতার কারণে ১২টি উপজেলা পরিষদে এবার ভোট হচ্ছে না।

নির্বাচন পরিচালনা শাখা জানায়, এ বছর ৪৮০টি উপজেলা পরিষদে ৫ ধাপে ভোট হবে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৩৪ উপজেলার মধ্যে ভোট হবে ৩৩ টিতে। এ বিভাগের নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা সীমানা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন হচ্ছে না।

চট্টগ্রাম অঞ্চলে ৪৯ উপজেলার মধ্যে ৪৭টিতে ভোট হবে। চট্টগ্রামের কর্ণফুলী ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। এ কারণে এ দুই উপজেলা পরিষদে ভোট হবে না এ বছর।

রংপুর অঞ্চলে ৫৮টির মধ্যে ৫৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়নি। এ কারণে এ বছর ভোট হচ্ছে না।

ময়মনসিংহে ৬০টির মধ্যে ৫৯টি উপজেলায় ভোট হবে। তারাকান্দা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। এ কারণে উপজেলাটিতে ভোট হবে না।

রাজশাহী অঞ্চলে ৬৭ উপজেলা এবং বরিশাল অঞ্চলে ৪২টি উপজেলার সবকটিতেই এবার ভোট করবে ইসি। এছাড়াও খুলনা অঞ্চলে ৫৯টি উপজেলা, ফরিদপুর অঞ্চলে ২৯টি উপজেলায় এবার ভোট হচ্ছে। তবে কুমিল্লা অঞ্চলে ৫৪টির মধ্যে ৫১টিতে এবার ভোট হবে। নোয়াখালী সদর, কুমিল্লার দাউদকান্দি ও লালমাই উপজেলায় ভোট হবে না এ বছর।

সিলেট অঞ্চলে ৪০টির মধ্যে ৩৬টিতে ভোট হবে। সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলা, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদে এ বছর ভোট হবে না।

সূত্র জানায়, সারা দেশের সদর জেলার উপজেলা পরিষদে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবর্তন আনছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখে তফসিল দিয়ে মার্চে ৫ ধাপে ভোট করবে ইসি। এ নির্বাচনেও লড়াই হবে নৌকা-ধানের শীষসহ অন্যান্য দলীয় প্রতীকে।