যশোরে গৌতম শীল (৪৫) নামে এক ব্যক্তি বিষাক্ত মদপান করে মারা গেছে। শনিবার মদপান করে অসুস্থ্য হলেও রাতে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃৃত ঘোষনা করেন।
নিহত গৌতম শীল শহরের বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার অজিত শীলের ছেলে। তিনি ওই এলাকার তপন দাশের বাড়ির ভাড়াটিয়া।
নিহত গৌতম শীলের ছেলে উজ্জাল শীল জানান, গত রাতে প্রচুর পরিমান মদপান করেছিলো। অতিরুক্ত মদপানের কারনে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃৃত্যু হয়।
জানতে চাইলে হাসপাতারেল মেডিসিন বিভাগের ইন্টার্ণ চিকিৎসক আলামিন বলেন, অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক ( এস আই) নুরুন্নবী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার সকালে ময়না তদন্তে পরিবারের কাছে লাশ দেওয়া হয়েছে।